আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মির্জাখীল দরবার শরীফের পীর নূর মিয়ার চেহলাম শরীফ অনুষ্ঠিত


চন্দনাইশ প্রতিনিধি

সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের পীর সাহেব চতুর্থ হযরত শাহ্ জাহাঁগীর নূরুল আরেফিন শেখ ছৈয়দ মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ শাহ্ প্রকাশ নূর মিয়া (কু) এর চেহলাম শরীফ অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (৭ অক্টোবর) ইত্তেহাদ-এ-জাহাঁগীরিয়া এর সার্বিক সহযোগিতায় ও শাহ্ মোনাইমিয়া এমদাদীয়া জাহাঁগীরিয়া ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে মির্জাখীল দরবার শরীফ মাঠে সকাল থেকে রাত পর্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

চেহলাম শরীফ উপলক্ষ্যে বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ,উপধ্যক্ষ,মুহাদ্দিস আলেমদের সমন্বয়ে পবিত্র খতমে কোরানখানি, বুখারী শরিফ,তকরির, মিলাদ-কেয়াম ও দোয়া মাহফিল, ছেমা মাহফিল, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর পবিত্র দাড়ি মোবারক জিয়ারত, স্মারক আলোচনা সভা, আখেরি মোনাজাত ও তবারুক বিতরণ করার মাধ্যমে শেষ হয়।

এতে সদারত ও আখেরী মুনাজাত পরিচালনা করেন মরহুম পীর সাহেবের বড় সাহেবজাদা দরবারে বর্তমান গদিনসীন ৫ম শাহ্ জাহাঁগীর জয়নুল আবেদীন হযরত সৈয়দ মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান শাহ্ (কু)।

চেহলাম শরীফে স্মারক আলোচনা সভা দরবারে শাহজাদা ছৈয়দ মুহাম্মদ জর্জিছুর রহমান বায়েজিদ শাহ্ (ম.জি.আ) ও শাহজাদা ছৈয়দ মুহাম্মদ ছিবগাতুর রহমান মারুফ শাহ্ (ম.জি.আ) এর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মুহাম্মদ আহসান উল্লাহ ওরফে আহসান সাইয়েদ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ভারতের গুজরাট থেকে আগত নুরুল আরেফিন এর খলিফা পীর হযরত সূফী মুহাম্মদ মোনাফ বাবা চিশতী জাহাঁগীরি (ম.জি.আ) ও ভারতের মধ্যমপ্রদেশ থেকে আগত পীর হযরত সূফী ছৈয়দ নজর আলী শাহ্ কালন্দরি জাহাঙ্গীর (ম.জি.আ), অধ্যক্ষ মুক্তার আহমেদ, উপাধ্যক্ষ শহিদুল হক হোসাইনী, জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা মোহাম্মদ মনজুর আলী (ম.জি.আ), শাহজাদা মাওলানা মুহাম্মদ আহসান আলী (ম.জি.আ)সহ দেশ বিদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, সুফিবাদী গবেষক, ইসলামী বুদ্ধিজীবী, ওলামা-এ-কেরামগণ, সুফি, গবেষক, আশেকানে ভক্ত, মুরিদানগণ আরও উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশনঃ সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের বর্তমান গদিনসীন ৫ম শাহ্ জাহাঁগীর জয়নুল আবেদীন হযরত সৈয়দ মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান শাহ্ (কু) কে সম্মাননা প্রদান করছেন অতিথিরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর