মোঃ ইনামুল হক, রংপুর প্রতিনিধিঃ
রংপুর বিভাগীয় দ্বিতীয় আন্তর্জাতিক কেরাত সম্মেলন আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেলে রংপুর মহানগরীর দেওডোবা পাঠানপাড়া বটতলা মোড় সংলগ্ন মারকাজুল হুজ্জাজ দারুস-সালাম মাদরাসা প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সম্মেলনে কোরআন তেলাওয়াত করবেন তানজানিয়ার দুজন, পাকিস্তানের দুজন ও মিশরের একজনসহ দেশের প্রখ্যাত কারিরা। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করবেন মারকাজুল হুজ্জাজ দারুস-সালাম মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি, আবু নুর আহসান হামিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক,মোহাম্মদ রবিউল ফয়সাল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, রংপুর জেলা বিএনপির সদস্য ও কাউনিয়া উপজেলা বিএনপির আহ্বয়ক মো. এমদাদুল হক ভরসা। আরও স্থানীয় আলেম ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
Leave a Reply