আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রংপুরে আন্তর্জাতিক কেরাত সম্মেলন ২১শে ডিসেম্বর


মোঃ ইনামুল হক, রংপুর প্রতিনিধিঃ

রংপুর বিভাগীয় দ্বিতীয় আন্তর্জাতিক কেরাত সম্মেলন আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেলে রংপুর মহানগরীর দেওডোবা পাঠানপাড়া বটতলা মোড় সংলগ্ন মারকাজুল হুজ্জাজ দারুস-সালাম মাদরাসা প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সম্মেলনে কোরআন তেলাওয়াত করবেন তানজানিয়ার দুজন, পাকিস্তানের দুজন ও মিশরের একজনসহ দেশের প্রখ্যাত কারিরা। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করবেন মারকাজুল হুজ্জাজ দারুস-সালাম মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি, আবু নুর আহসান হামিদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক,মোহাম্মদ রবিউল ফয়সাল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, রংপুর জেলা বিএনপির সদস্য ও কাউনিয়া উপজেলা বিএনপির আহ্বয়ক মো. এমদাদুল হক ভরসা।  আরও স্থানীয় আলেম ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর