আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

২০ জেলে’কে আরাকান আর্মি’র কবল থেকে ফিরিয়ে আনলো বিজিবি


শ.ম.গফুর, ভ্রাম্যমাণ প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফের নাফনদের মোহনা থেকে গত ৫ নভেম্বর নাফ নদীর মোহনা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে অপহৃত ২০ জেলে’কে ফেরত আনতে সক্ষম হয়েছে সীমান্ত প্রহরী বিজিবি সদস্যরা। অপহরণ ঘটনার পর থেকে সীমান্ত প্রহরী টেকনাফ-২ বিজিবি’র সদস্যরা স্থানীয় জেলেদের অক্ষত অবস্থায় ফেরত আনতে ওপার সীমান্তের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে যোগাযোগ তৎপরতা বৃদ্ধি করতে থাকেন। অবশেষে টেকনাফ ২ বিজিবি’র সার্বিক সহযোগিতায় ৭ নভেম্বর (বৃহস্পতিবার) বিকালের দিকে উপজেলার শাহপরীরদ্বীপ জেটি ঘাঁট দিয়ে ২০ জেলে’কে ফেরত আনতে সক্ষম হয়।

এ বিষয়ে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন, মিয়ানমারে ধরে নিয়ে যাওয়া জেলেদেরকে অক্ষত অবস্থায় ফেরত আনার জন্য মিয়ানমার সংশ্লিষ্ট বাহিনী’র সাথে যোগাযোগ অব্যাহত রেখেছিলাম। কেন তাদেরকে ধরে নিয়ে গিয়েছিল সে বিষয়েও জোর প্রতিবাদ জানিয়েছিলাম। অবশেষে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকার সুফল হিসেবে ২০ জেলেকে আমরা ফেরত আনতে সক্ষম হয়েছি বলেও জানান, এ কর্মকর্তা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর