আজ ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাটহাজারীতে ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল


হাটহাজারী প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদে ছয়জন চেয়ারম্যান পদপ্রার্থী সহ মোট ৬৮ জনের মনোনয়নপত্র উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দাখিল করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। গতকাল মঙ্গলবার প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের সাথে নিয়ে এই মনোনয়ন পত্র জমা দেন। এতে ছয়জন চেয়ারম্যান পদপ্রার্থী, চৌদ্দজন সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী ও আটচল্লিশ জন সাধারণ সদস্য পদপ্রার্থী রয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, মনোনয়নপত্র দাখিলের শেষ দিবসে চেয়ারম্যান পদে সরকার দলীয় একজন ও স্বতন্ত্র পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলম শওকত, (স্বতন্ত্র) ফরহাদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ নাসির উদ্দীন, (স্বতন্ত্র) মোহাম্মদ তারেক আলম, (স্বতন্ত্র) মোহাম্মদ সেলিম উদ্দীন, (স্বতন্ত্র) মোহাম্মদ মুজিবুর আলম চৌধুরী, (স্বতন্ত্র) মোহাম্মদ নাছির উদ্দীন।

এছাড়া সংরক্ষিত মহিলা আসনের ১,২ ও ৩নং ওয়ার্ডে চারজন প্রার্থী। ৪,৫ ও ৬নং ওয়ার্ডে চারজন প্রার্থী এবং ৭,৮ ও ৯নং ওয়ার্ডে ছয়জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সাধারণ সদস্যদের মধ্যে ১নং ওয়ার্ডে পাঁচজন, ২নং ওয়ার্ডে ছয়জন, ৩নং ওয়ার্ডে পাঁচজন, ৪নং ওয়ার্ডে চারজন, ৫নং ওয়ার্ডে সাতজন, ৬নং ওয়ার্ডে চারজন, ৭নং ওয়ার্ডে ছয়জন, ৮নং ওয়ার্ডে আটজন ও ৯নং ওয়ার্ডে তিনজন প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন।

আগামী বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের শেষ দিবস। ২৬শে মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৭শে মে প্রতীক বরাদ্দ করার জন্য নির্ধারন করা হয়েছে।

উল্লেখ্য, সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি, ফরহাদাবাদ বাদে অন্য ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর