আনোয়ারা প্রতিনিধি : আধ্যাত্মিক সাধক ১৮ শতকের মহাকবি আল্লামা হযরত শাহ্ ছুফি আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহঃ) আওলাদ হযরত শাহ্ ছুফি নুরুল আলম শাহ্ রজায়ী (রহঃ) বার্ষিক ওরশ শরিফ গতকাল সোমবার রজায়ী বিশ্ব নূর মঞ্জিলে অনুষ্ঠিত হয়।
ওরশে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল কোরানখানি, খতমে গাউছিয়া,মিলাদ মাহফিল ও জিকিরে ছেমা। এতে সভাপতিত্ব করেন পীরে কামেল হযরত শাহ্ ছুফি একরামুল শাহ্ রজায়ী রহমাতুল্লাহ সুযোগ্য খেলাফত প্রাপ্ত বড় নাতি পীরজাদা মাওলানা নাঈম উদ্দিন রজায়ী।
পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করা হয়।
Leave a Reply