আজ ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন


আবদুর রাজ্জাক, জেলা প্রতিনিধি, কক্সবাজার।। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সদস্যদের দ্বারা গঠিত সিএ গলফার্স কমিনিউটির উদ্যোগে রামু সেনানিবাসে অবস্থিত গলফ এন্ড কান্ট্রি ক্লাব অব কক্সবাজার এ গত ০৬-০৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত প্রথম সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল হতে সর্বমোট ৫৫ জন পুরুষ গলফার এবং ১২ জন মহিলা গলফার অংশগ্রহণ করেন।উক্ত প্রতিযোগিতা শেষে একটি বর্নাঢ্য পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। গলফ এন্ড কান্ট্রি ক্লাব অব কক্সবাজার এর প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, এনডিইউ, পিএসসি, পিএইচডি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আইসিএবি/ সিএ বাংলাদেশ এর সভাপতি মারিয়া হাওলাদার এফসিএ, স্পন্সর প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল গলফার উপস্থিত ছিলেন।এই টুর্নামেন্ট এর টাইটেল স্পন্সর ও প্লাটিনাম স্পন্সর ছিল যথাক্রমে সিএ বাংলাদেশ এবং সিটি ব্যাংক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর