আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় তারুণ্যের উৎসব কাবাডি ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক >>> এসো দেশ বদলায়,পৃথিবী বদলায়” এই প্রতিপাদ্যে চট্টগ্রামের সাতকানিয়ায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কাবাডি ও সাঁতার প্রতিযোগিতা জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও উপজেলা পরিষদ পুকুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কাবাডি ও সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।এ সময় সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন বিশ্বাসে’র সভাপতিত্বে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।দুই পর্বের কাবাডি খেলায় শহীদ ইসমাম টিম ও শহীদ ওয়াসিম টিম চ্যাম্পিয়ন হয়েছে।সাঁতার প্রতিযোগিতায় মনজুর,সিফাত ও আবির যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর