রিপোর্ট আব্দুল্লাহ আল মারুফ >>> সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কৃষি জমির টপসয়েল কাটার দায়ে জরিমানা আদায় করা হয়েছে।শনিবার (১১ জানুয়ারি) উপজেলার ছদাহা-কেওচিয়া,৮ নং ওয়ার্ড হাইস্কুল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।এ সময় কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার সময় হাতেনাতে আটক সাতকানিয়া উপজেলার জনার কেওচিয়া এলাকার মৃত আলী হোসেনের পুত্র,মো: মিজানুর রহমান কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর আওতায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।অপরদিকে ধর্মপুর ৫ নং ওয়ার্ড এলাকায় মাটি কাটার তথ্যে অভিযান চালিয়ে একটি ডাম্পার জব্দ করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ফারিস্তা করিম বলেন,জমির টপসয়েল কেটে পরিবেশ এর ভারসাম্য নষ্ট করা হচ্ছে।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অপর একটি ডাম্পার পালিয়ে যাওয়ার সময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও আনসার সদস্যদের চাপা দেয়ার চেষ্টা করে।জনস্বার্থে এমন অভিযান জোরদার করা হবে বলেও জানান তিনি।
Leave a Reply