মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’২২ উপলক্ষ্যে সাতকানিয়া উপজেলা প্রশাসন এর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২৬শে মার্চ শনিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা—তুজ—জোহরা’র সভাপতিত্বে ও সহকারি কমিশনার ভূমি রাজিব কান্তি রুদ্রের সঞ্চালনায় সাতকানিয়া মডেল হাইস্কুলে মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম—১৫ আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মু. নেজামুদ্দীন নদভী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম.এ মোতালেব সিআইপি, পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আবদুল হান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের এলএমজি, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিম শরীফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মিলন কুমার ভট্টচায্য, দপ্তর সম্পাদক হুমায়ন কাদের, ক্রীড়া সহকারী কমান্ডার নুরুল ইসলাম, ইউনিয়ন কমান্ডারদের মধ্যে পরিমল দত্ত, মোহাম্মদ শফী, রনজিৎ কুমার দাশ, বীর মুক্তিযুদ্ধা সার্জন আবু তাহের, মনোরঞ্জন দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জাবেদ ইকবাল, সাধাণ সম্পাদক ফরহাদুল ইসলাম, সাতকানিয়া কলেজ ছাত্রলীগের সাবেক ভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ হতে মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের এলএমজিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পূর্বাহ্নে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা—তুজ—জোহরাসহ অন্যান্য অফিসারবৃন্দ মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন।
Leave a Reply