নিউজ ডেক্স >>> চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া, নলুয়া ও ছদাহা ইউনিয়ন এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদাল।মঙ্গলবার গেল রাত (১১ জানুয়ারি) ১২ হতে রাত ৪ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।দণ্ড প্রাপ্তরা হলেন মো: তারেক ইসলাম (৩৭) সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের রসুলবাদ এলাকার -নুরুল ইসলাম’র ছেলে।খোরশেদ আলম (৪১) একই উপজেলার,ছদাহা ইউনিয়নের ছোট ঢেমশা এলাকার -আমিনুর রশিদের ছেলে।আজ সন্ধ্যা ৬ দিকে ভ্রাম্যমান আদালত সূত্র জানান।গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযান পরিচালনাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা ও সড়ক পরিবহন আইন ২০১৮ সংশ্লিষ্ট ধারায় (৫ হাজার) টাকা মোট (৫৫ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস।অভিযানে সার্বিক সহযোগিতা করেন থানাপুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতের বিচারক মিল্টন বিশ্বাস বলেন কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে এই অভিযান পরিচালনা করা হয়।সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply