আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২২ ডিসেম্বর) কাঞ্চনা ইউনিয়নের দলীয় কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।কমিটিতে ২০২৫-২৬ সেশনে আমীর হিসেবে মাওলানা আবু তাহের পুনরায় নির্বাচিত হয়েছেন ও সেক্রেটারী হিসেবে যায়েদ হোসাইন মনোনীত হন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কামাল উদদীন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার আব্দুস সোবহান ২০২৫-২৬ সেশনের জন্য সাতকানিয়া কাঞ্চনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।নবগঠিত কমিটির সেক্রেটারি যায়েদ হোসাইন গণমাধ্যমকে বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদের প্রাণের সংগঠন,এই পথে আমাদের দায়িত্বের ছেয়ে আল্লাহর কাছে জবাবদিহিতা কে আমরা বেশি ভয় করি।আমাদের সংগঠনের সকল শপথের কর্মীরাই ভোট ও মতামতের ভিত্তিতে দায়িত্ব দেওয়া হয়, এতে ক্ষমাতা ও ভোটের কোন প্রচারণা থাকে না,এখানে সকলে আল্লাহর ভয়ে দায়িত্ব থেকে বিরত থাকতে চাই,যেটা বিরত থাকার চেষ্টা করার পরেও আল্লাহ পক্ষ থেকে দায়িত্ব এসে যায় তাই চেষ্টা করবো কাঞ্চনা তথা সাতকানিয়া জনগণ, হিন্দু মুসলিম,কর্মীদের নিয়ে ইসলাম প্রচার -প্রসারে কাজে লাগিয়ে কাঞ্চনা কে অন্যায় মুক্ত রেখে পরিচালনা করবো ইনশা আল্লাহ্।কাঞ্চনা ইউনিয়ন কমিটির গঠন বিষয়ে জানতে চাইলে,নবগঠিত কমিটির আমীর মাওলানা,আবু তাহের জানান,আধুনিক রাষ্ট্রের যোগ্যতম নাগরিক গড়তে বাংলাদেশ জামাত ইসলামি বদ্ধপরিকর,সেই ধারাবাহিকতায় কাঞ্চনা ইউনিয়নে ইন্সাবভিত্তিক সমাজ গঠন করতে,আমাদের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে।তাই এলাকার সকলকে অনুরোধ করব, মাদক ইভটিজিং ডাকাতি নির্যাতন প্রতিরোধসহ,স্বচ্ছ সমাজ গঠনে সকলে আন্তরিক হয়ে,সহযোগিতা মাধ্যমে এগিয়ে আসার জন্য।সর্বোপরি দেশ ও জাতীর কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
Leave a Reply