অভিনয়প্রতিভা দিয়ে এরইমধ্যে বাংলাদেশ, কলকাতা ও বিশে^র বড় বড় চলচ্চিত্র উৎসবের জুরি, সমালোচক ও দর্শকের মন জয় করেছেন জয়া আহসান। এবার সাংবাদিকদের দৃষ্টিতেও সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে তুলেন এই লাস্যময়ী। অভিনয়ের জন্য জয়া ২০২২-এর প্রথম পুরস্কারটি পেয়েছেন ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন থেকে। গত রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে ২০২১-এর সেরা অভিনেত্রীর পুরস্কার তুলে দেন পশ্চিমবঙ্গের মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জয়া এবার পুরস্কার পেয়েছেন ‘বিনিসুতোয়’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য। পুরস্কার গ্রহণের কিছু ছবি পোস্ট করে বিষয়টি জানান সাংবাদিক ও স্ক্রিপ্ট রাইটার রুম্মান রশীদ খান। এরপর জয়া তার ফেইসবুকে বিষয়টি শেয়ার করেন। তিনি বলেন, ‘পুরস্কার কাজের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে দেয়। আর সেই পুরস্কার যদি হয় এমন একটি দায়িত্বশীল সংগঠন থেকে তাহলে তো কথাই নেই। এই পুরস্কার আমি আগেও একবার পেয়েছি। সততার সঙ্গে কাজের স্বীকৃতি নিঃসন্দেহে আনন্দ ও গর্বের জায়গা তৈরি করে। আয়োজক ও জুরি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ পরিচালনক অতনু ঘোষ ও তার পুরো টিমকে।’ কমেন্ট বক্সে প্রখ্যাত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা লিখেছেন, ‘অনেক অভিনন্দন প্রিয় জয়া। দ্বিতীয়বারের মতো এমন সম্মানজনক পুরস্কার পাওয়া সত্যিই বিশেষ অর্জন। তুমি আমাদের সম্মানিত করেছ।’
বিনিসুতোয় ছবিটি সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক (অতনু ঘোষ), সেরা অভিনেতা (ঋত্বিক চক্রবর্তী), সেরা এটিডিং (সুজয় দত্ত রায়) শাখাতেও পুরস্কার পেয়েছে।
Leave a Reply