আজ ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সঠিক ও বস্ত নিষ্ঠ সংবাদ তুলে ধরবেন


ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে বক্তারা

মোঃ রবিউল হোসেন খান, খুলনা:

সঠিক ও বস্ত নিষ্ঠ সংবাদ তুলে ধরবেন। আপনারা যারা সাংবাদিকতা করেন কোন ঘটনা সঠিক ভাবে যাচাই বাছাই না করে সংবাদ পরিবেশন করবেন না। ফটো সাংবাদিকরা প্রথমে ছবি দিবেন সেটার ওপর বর্ননা করে লেখালেখি হয়। সমাজের বস্ত নিষ্ঠ তথ্য তুলে ধরবেন। আমরা যারা প্রশাসনিক দায়িত্ব পালন করছি আমাদের সহায়তা করবেন। আমরা ফেরস্তা নই আমাদের ভুল থাকতে পারে। আপনাদের লেখনির মাধ্যমে আমাদের ভুল ত্রুটি গুলো চোখের সামনে চলে আসবে। তখন আমরা সতর্ক হবো। কেউ যেনে ভুল করে কেউ না যেনে ভুল করে, যিনি না যেনে ভুল করে ওনার সংশোধন হয়ে যাবে, আর যিনি যেনে ভুল করে উনি ভয় পাবে কারন তার সংবাদ টা সমাজের সামনে চলে আসবে। বক্তারা আরো বলেন, ছাত্র জনতার আন্দোলনের সময় সাংবাদিকরা প্রকৃত ঘটনা তুলে আনতে পেরেছে বলেই, সৈরাচারের পতন তরাম্বিত হয়েছে।

আগামীতেও দেশের ও জনগনের সার্থে পেশাদারিত্বের সাথে সবাইকে এক সাথে কাজ করতে হবে। মঙ্গলবার ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখার অভিষেক অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে দিন ব্যাপি আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ সব কথা বলেন। বাংলাদেশ ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখা সভাপতি এম এ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আর জি উজ্জলের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। বিশেষ অতিথি ছিলেন, খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা মহানগর বিএনপি আহবায়ক এ্যাড: শফিকুল আলম মনা, খুলনা মহানগর বিএনপি সদস্য সচিব শফিকুল আলম তুহিন, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রাফিউল ইসলাম টুটুল, দৈনিক পুর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সনি,খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিল্টন, সময়ের খবর সম্পাদক তরিকুল ইসলাম।অনুষ্ঠানে খুলনার প্রথম ফটো সাংবাদিক আব্দুল লতিফ ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন খুলনা জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হানিফ ডাকুয়াকে সন্মাননা দেওয়া হয়।

এছাড়া সেরা ফটো সাংবাদিক হিসেবে প্রথম আলোর মো: সাদ্দাম হোসেনকে সন্মাননা দেওয়া হয়।অনুষ্ঠানে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সভাপতি এম এ হাসান, সাধারণ সম্পাদক আর জি উজ্জল,সহ সভাপতি এম এম মিন্টু,যুগ্ম সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ মানজারুল ইসলাম ও নির্বাহী সদস্য এইচ ডি হেলাল ও বাপ্পী খানকে সন্মাননা দেওয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর