নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় আবদুল আলম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আবদুল আলম পুঁটিবিলা ইউনিয়নের পহরচাঁন্দা এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ৮টায় বটতলী মোটর স্টেশনের পূর্ব পার্শ্বে হালাল ডাইন রেস্টুরেন্ট সংলগ্ন আরকান সড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে৷
নিহতের স্বজন মোস্তফিজুর রহমান বলেন, আবদুল আলম দেওয়ানি মামলায় হাজিরা দিতে চট্টগ্রাম আদালতে যাওয়ার জন্য সকালে বাড়ি থেকে বের হন আবদুল মোতালেব। সকাল ৮টায় লোহাগাড়া মোটর স্টেশনে সড়ক অতিক্রম করার সময় কক্সবাজার অভিমুখী (খুলনা মেঃ-ট-১১-১৫০৮) মালামালভর্তি ট্রাকের ধাক্কায় সড়ক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী লোহাগাড়া সিটি হাসপাতালে নিয়ে গেলে তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়। চমেকে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় পৌনে ১১টায় তার মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাক ও চালককে আটক করে প্রাশসনের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় জনগণ।
দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ট্রাক ও চালক আবু মায়েরকে (৩৮) আটক করা হয়েছে। চালকের বাড়ি সাতক্ষীরায়।
Leave a Reply