লামা উপজেলার আজিজনগরে পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ও ৬শ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে আজিজনগর ক্যাম্প পুলিশ। ০৯ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লামা থানাধীন আজিজনগর ক্যাম্পের আইসি ইন্সপেক্টর শামীম শেখ ও এসআই আসাদুজ্জানের নেতত্বে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার আজিজনগর ইউনিয়নের তেলুনিয়া পাড়া থেকে ৪ হাজার পিস ইয়াবা ও ১০ হাজার টাকার গাঁজাসহ এই দুই মাদক কারবারিকে আটক করে। গ্রেফতারকৃতরা হল লামা উপজেলার আজিজনগর ইউপির মৃত আব্দুস ছাত্তারের ছেলে বেলাল হোসেন মধু(৪২) এবং কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউপির মাস্টার আব্দুস শুক্কুরের ছেলে আবু সুফিয়ান। বেলাল হোসেন মধুর বিভিন্ন থানায় ৮টি মাদক মামলা ও আবু সুফিয়ানের বিভিন্ন থানায় ৫টি মামলা চলমান রয়েছে বলে জানায় পুলিশ। আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর শামীম শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমিসহ একদল পুলিশ মাদক ব্যবসায়ী বেলাল হোসেন মধুর গৃহে অভিযান পরিচালনা করি উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করলে আমরা হাতে নাতে তাদের আটক করি। এ সময় তার গৃহের বিভিন্ন জায়গায় অভিনব কায়দায় লুকিয়ে রাখা গাঁজা ও ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা এর আগেও বিভিন্ন জায়গায় মাদকসহ গ্রেপ্তার হয়ে জামিনে বেরিয়ে আবারো এই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। লামা থানা অফিসার ইনচার্জ (ওসি)শহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লামা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। মাদক নির্মুলে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply