শ.ম.গফুর, ভ্রাম্যমাণ প্রতিবেদক:
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রামু’র রেজুখাল চেকপোস্টে ইয়াবাসহ এক পাচারকারী নারী আটক হয়েছে।
৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮ টারদিকে কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি’র অধীনস্থ রেজুখাল চেকপোষ্ট এলাকায় নিয়মিত টহলদল ওই নারী’কে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।
গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার তল্লাশি করে ওই নারীর নিকট থেকে ১ হাজার ৯৭৫ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় একটি মোবাইল ও একটি পাওয়ার ব্যাংকও জব্দ করা হয়।
ধৃত পাচারকারী নারী সেলিনা আক্তার (২৮) টেকনাফ সদর ইউপি’র ৭ নং ওয়ার্ডের জালিয়া পাড়ার মো:হাসিমের কন্যা।এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন,কক্সবাজার ব্যাটালিয়ন -৩৪ বিজিবি’র অধিনায়ক লে:কর্ণেল আব্দুল্লাহ আল মাশরুকী।
Leave a Reply