আজ ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজানগর ইসলামপুর ইসলামী ফ্রন্টের নেতৃত্বে নতুন কমিটি ঘোষণা


মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ও ১৩নং ইসলামপুর ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার(৯ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলার রাজানগর রানীরহাট ফাজিল মাদ্রাসা হলে ইসলামী ফ্রন্টের প্রতিনিধি সম্মেলনে দুই ইউনিয়নের কমিটি ঘোষণা করেন।

প্রতিনিধি সম্মেলনে রাজানগর ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা নুরুন্নবী, সাধারণ সম্পাদক আহমদ কবির সওদাগর। ইসলামপুর ইউনিয়নের সভাপতি মাওলানা মোজ্জামেল হোসেন নঈমী, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিমকে নির্বাচিত করা হয়।

প্রতিনিধি সম্মেলন মাওলানা রমজান আলী’র সভাপতিত্বে যুবনেতা মাওলানা মোহাম্মদ সাইদুল হক ও যুবনেতা মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলী। উদ্বোধক ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের আইন বিষয়ক সম্পাদক দিদারুল আলম, প্রধান বক্তা ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের দপ্তর সম্পাদক মাওলানা ইউসুফ আনসারী।

বিশেষ বক্তা ছিলেন ঢাকা বিভাগীয় যুবনেতা সাংগঠনিক সম্পাদক এইচ এম শহিদুল্লাহ, নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ সানা উল্লাহ।

বক্তব্য দেন মাওলানা মোহাম্মদ আবুল কাসেম, যুবনেতা এইচ এম, তারেক হোসাইন, মাওলানা ফজলুল করীম হাফেজী, মাওলানা মতিউর রহমান, মাওলানা আব্দুল জব্বার, ডা.মনির, হাফেজ আনোয়ার, সৈয়দ জাবের, জানে আলম মাওলানা আবু হানিফ, মাওলানা ইয়াছিন আরাফাত, জমির উদ্দিন প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর