এস. এ. নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় বিদ্যুতের খুঁটিতে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিমুল ওয়াদুদ (৩৫) নামে এক পল্লী বিদ্যুৎ কর্মী পুড়ে গেছে। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার (৭ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার ঘাটচেক রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে। বিদ্যুৎ বন্ধ রেখে খুঁটিতে কাজ করার পর কিভাবে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটলো বিষয়টি রহস্যজনক বলছেন প্রত্যক্ষদর্শীরা। এই বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ কোনো কথা বলছেন না। দুপুর সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পল্লী বিদ্যুৎ কর্মীরা বিদ্যুৎস্পৃষ্ট কর্মীর নিথর দেহ খুঁটি থেকে নামিয়ে নিচ্ছেন। তাঁদের সহায়তা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পুড়ে যাওয়া কর্মীকে পরে নেয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জোবাইদা নাহার বলেন, ” আহত ব্যক্তির ৩৫ শতাংশ পুড়ে গেছে। নাক ও মুখ রক্ত বেরিয়েছে। গুরুতর হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। ” প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, দুপুর ১২ টার দিকে বিদ্যুৎ কর্মী মনিমুল খুঁটিতে কাজ করছিল। হঠাৎ বিকট শব্দে বিদ্যুৎ কর্মীর দেহ পুড়ে যায়। পরে পল্লী বিদ্যুৎ কর্মীরা খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। জানতে চাইলে পল্লী বিদ্যুতের রাঙ্গুনিয়া কার্যালয়ের উপ-ব্যবস্থাপক (ডিজিএম) মাধব নাগ বলেন,” বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত কর্মীর চিকিৎসার কাজে একটু ঝামেলায় আছি। বিদ্যুৎ বন্ধ থাকার পরও কিভাবে লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্ট হলো এখন বলতে পারছিনা। “
Leave a Reply