আজ ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা


রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীদের কল্যাণমূলক সংগঠন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতি রাঙ্গুনিয়া’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা, কেক কাটা ও প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার থানা সদর একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি সার্জেন্ট অফ মুহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সার্জেন্ট অফ কাজী ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ মুছা, বিশেষ অতিথি ছিলেন চীফ পেটি অফিসার ওসমান গণি চৌধুরী, মাস্টার চীফ পেটি অফিসার বিশ্বজিৎ বড়ুয়া, সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি সার্জেন্ট অফ শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল বখতিয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক দানেশ আলী, সহ-সভাপতি সুশীল বড়ুয়া, সদস্য সিরাজুল কাদের, সেকান্দর চৌধুরী, এল/আরইএন রেজাউল করিম, মুহাম্মদ আক্তার হোসেন, সার্জেন্ট অফ জসিম উদ্দিন, রফিক উদ্দিন, আব্দুস সালাম, আমিনুল হক, ল্যান্স কর্পোরাল বদিউল আলম, সার্জেন্ট অফ ইসলাম, মহরম আলী, আইন উপদেষ্টা এড. ইলিয়াস, তিলক বড়ুয়া, সার্জেন্ট অফ মঈন, উছামু চাকমা, থোয়াইনু চাকমা, রঞ্জিত বড়ুয়া, মাহাবুব দুলাল প্রমুখ।

এদিকে আলোচনা সভায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতি রাঙ্গুনিয়া’র নতুন ভাবে বর্তমান কমিটি সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ১বছরের জন্য কমিটির মেয়াদ বৃদ্ধি করা হয়। পরে কেক কেটে সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন করে প্রীতিভোজ গ্রহন করেন। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যাফেল ড্র’র মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর