আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাঙামাটি

রাঙামাটিতে সড়ক উন্নয়ন ও সেতু নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন


রাঙামাটি জেলার দূর্গম বিলাইছড়ি উপজেলার বাজার হতে কারিগর পাড়া পর্যন্ত নির্মিতব্য ৪০ কিলোমিটার সড়ক ও ১১টি সেতু প্রকল্পের উদ্বোধন করলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। আজ রবিবার (১৬ অক্টোবর) এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃপক্ষ জানিয়েছে, দূর্গম বিলাইছড়ির সড়ক যোগাযোগ নিশ্চিত করতে ৩৩৮ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে বিলাইছড়ি বাজার হতে কারিগর পাড়া পর্যন্ত ৪০ কিলোমিটার সড়ক উন্নয়ন এবং ১১টি সেতু নির্মাণ করা হবে।

বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, বিলাইছড়ি জোনের সেনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপুল কান্তি পাল, বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিরোত্তম তঞ্চঙ্গ্যা, জেলা পরিষদের সাবেক সদস্য অভিলাষ তঞ্চঙ্গ্যা প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর