আজ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাউজানে কাঠবাহী গাড়ি ছিনতাই, অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে আহত তিন


রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে সেগুনকাঠ বাহী একটি নছিমন (টমটম) গাড়ি ছিনতাইয়ের ঘটনায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে তিন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টায় উপজেলার কদলপুর ইউনিয়নের হজরত আশরাফ শাহ মাজার গেট এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর গুলিবিদ্ধ তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
গুলিবিদ্ধ তিনজন হলেন, উপজেলার পাহাড়তলী ইউনিয়নের বদুপাড়া গ্রামের এক সময়ের আরব আমিরাত প্রবাসী জামাল উদ্দিন (৫৫), বাগোয়ান ইউনিয়নের গশ্চি গ্রামের মো. মামুন (৩২), একই গ্রামের মাহবুব আলম (৩০)।
থানা পুলিশ জানিয়েছে আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কাঠবাহী জিপ ছিনতাই আর সন্ত্রাসীদের ছোড়া গুলিতে তিনজন আহত হওয়ার ঘটনায় কোন মামলা হয়নি থানায় তবে মৌখিক অভিযোগ পেয়ে পুলিশ কাঠবাহী জিপ উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

আহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানাগেছে, তাঁদের সকলের মাথার পেছনে ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলি লেগেছে। তাঁরা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও গুলিবিদ্ধ ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে জানাগেছে, গত বুধবার রাত ১২ টার দিকে রাঙ্গুনিয়ার সরফভাটা এলাকা থেকে সেগুন কাঠ নিয়ে একটি নছিমন রাঙ্গুনিয়ার শিলক হতে বলিরহাট নিয়ে যাওয়ার পথে পাহাড়তলী চৌমুহনী পৌঁছালে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত গাড়িটি ছিনতাই করে উত্তরে কদলপুরের আশরাফ শাহ (রা.) মাজার গেটের ভিতরে নিয়ে যায়।

এসময় কাঠের মালিকের লোকজনকে খবর দিলে ঘটনাস্থলে আসেন তাঁরা। এক পর্যায়ে লোকজন ঘটনাস্থলে জড়ো হলে এলোপাতাড়ি গুলি ছোঁড়তে থাকে সন্ত্রাসীরা। এতে কাঠের মালিকের স্বজন ওই তিন গুলিবিদ্ধ হন। পরে খবর পেয়ে

পুলিশ আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ গাড়ি দুটি জব্দ করে কাঠসহ মালিককে বুঝিয়ে দেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল ইসলাম চৌধুরী, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে গাড়ি ও কাঠ জব্দ করে মালিককে বুঝিয়ে দিয়েছি। ততক্ষণে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ঘটনায় কোন মামলা হয়নি বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর