আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রংপুরের বদরগঞ্জে ৫৩তম সমবায় দিবস উদযাপন


মোঃইনামুল হক, রংপুর 

২রা নভেম্বর রংপুরের বদরগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তর কর্তৃক আয়োজিত ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন হয় । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বদরগঞ্জ উপজেলার সমবায় অফিসার, জনাব মোছাঃ হোসনে আরা বেগম, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোছা: মলিহা খানম,উপজেলা সহকারী ভূমি কমিশনার এবং ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মাহফুজার রহমান।সুজনের সভাপতি ডা: রেবা রায় সহ উপজেলার অন্যান্য সমবায় নেতৃবৃন্দ ও বিভিন্ন সমিতির সদস্যগণ এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত, অনুষ্ঠানে বদরগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ সমবায় দপ্তর বদরগঞ্জ কর্তৃক সর্বোচ্চ সিডিএফ প্রদান কারী হিসেবে দ্বিতীয় পুরস্কার লাভ করেন। এ সময় বদরগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর পক্ষে উপস্থিত ছিলেন ভাইস- চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম, ডিরেক্টর বিপ্লব কুমার সরকার ও ব্যবস্থাপক সাফিউল ইসলাম। পরে সর্বোচ্চ সিডিএফ প্রধান কারীদের মাঝে পুরস্কার প্রদান করেন মোছাঃ মলিহা খানম উপজেলা সহকারী ভূমি কমিশনার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর