আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রংপুরে হিমালয়ী গৃধিনী শকুন উদ্ধার


মোঃইনামুল হক, রংপুর প্রতিনিধি

রংপুরের পীরগাছা উপজেলায় একটি হিমালয়ী গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার অন্নদানগরে গাছে আটকে থাকা অবস্থায় বিশাল আকৃতির এই শিকারি পাখিটি উদ্ধার করা হয়।দীর্ঘ পথ ভ্রমণে অনেক শকুন অসুস্থ হয়ে উড়ার শক্তি হারিয়ে ফেলে। এমনি বিশাল আকৃতির এই শকুনটি ক্লান্ত হয়ে লোকালয়ে বিচরণ করার সময় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

ঘটনাটি জানতে পেরে শকুনটি উদ্ধার করে ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’ টিমের সদস্যরা। সেখান থেকে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে রংপুর কারমাইকেল কলেজ মাঠে নিয়ে আসা হয়। এ সময় বিশাল আকৃতির শকুনটি দেখতে উৎসুক জনতা ভিড় করে।
ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য (পীরগাছা উপজেলা) নূর হাসান নাহিদ ও মাহমুদুল হাসান সোহেল বলেন, আমরা প্রথমে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি পাখিটি লোকালয়ে নামলে কয়েকজন তাকে ধরে ফেলে। এরপর তারা কি করবে বুঝে উঠতে না পারায় আমাদেরকে জানান। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে শকুনটিকে উদ্ধার করি।

ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ রংপুরের অর্থ সম্পাদক লিজেন আহমেদ প্রান্ত বলেন, হিমালয়ী গৃধিনী শকুনটি কিছুটা অসুস্থ। পরিচর্যার জন্য দিনাজপুরের সিংড়া রেসকিউ সেন্টারে হস্তান্তর করা হবে। উদ্ধার হওয়া বিশালদেহী শকুনটি লম্বায় প্রায় ৭ ফুট এবং ওজন প্রায় ১২ কেজি।
প্রসঙ্গত, পৃথিবীর উত্তর গোলার্ধের দেশগুলো থেকে নিরাপত্তা ও খাদ্যের জন্য যেসব পরিযায়ী পাখি পরিযান করে থাকে তাদের মধ্যে অন্যতম হিমালয়ী গৃধিনী। প্রতিবছর শীতকালে এই শকুন বাংলাদেশের সমতল ভূমিতে আসে। ২০১৪ সাল থেকে হিমালয় গৃধিনী নিয়ে সরকারের বন অধিদপ্তর আর বেসরকারি সংস্থা আইইউসিএন কাজ করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর