আজ ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যৌবনকালের ইবাদতকে লাভজনক
যৌবনকালের ইবাদতকে লাভজনক একটি ইনভেস্টমেন্ট (বিনিয়োগ) বলে আখ্যায়িত করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড়.মিজানুর রহমান আজহারী।

যৌবনকালের ইবাদতকে লাভজনক বিনিয়োগ বলে আখ্যায়িত করেছেন: মিজানুর রহমান আজহারী।


 

যৌবনকালের ইবাদতকে লাভজনক একটি ইনভেস্টমেন্ট (বিনিয়োগ) বলে আখ্যায়িত করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড়.মিজানুর রহমান আজহারী।

শুক্রবার (১৩ ডিসেম্বর) আজহারীর ভেরিফায়েড ফেসবুক পোস্টের এক ভিডিওতে তিনি  যৌবনকালের ইবাদতের গুরুত্বকে এভাবেই তুলে ধরেন।

মাওলানা মিজানুর রহমান তার ওই ভিডিওতে বলেন, যৌবনকালে আল্লাহ তায়ালার দাসত্ব, ইবাদত করতে পারলে বৃদ্ধ বয়সে ইবাদত করতে না পারলেও আল্লাহ তায়ালা আমলনামায় ইবাদতের সওয়াব দিয়ে পূর্ণ করে দেবেন।

তিনি বলেন, বৃদ্ধ বয়সে কোমরে ব্যথা, ডায়াবেটিস বা কোনো কারণে ফজরে উঠতে পারছেন না, আল্লাহ বলবেন, যুবক অবস্থায় কি করেছে তা দেখো। ওই সময় যা করেছে তা লিখে দাও আমলনামায়। এজন্য আল্লাহর রাসূল সা. যৌবনকালকে কাজে লাগাতে বলেছেন।যৌবনকালের সময়কে বেশি গুরুত্ব দিতে বলেছেন

হযরত মুহাম্মদ (স.) ৫ টা বিষয় আসার আগে পাঁচটা বিষয়কে মূল্যায়ন করতে বলেছেন। এরমধ্যে একটি হচ্ছে, যৌবনকাল। তিনি বলেছেন— তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বে র্অসুস্থতার আগে সুস্থতাকে কাজে লাগাও। গরিব হওয়ার আগে সম্পদকে যথাযথ  কাজে লাগাও। ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে কাজে লাগাও। মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও। এজন্য যৌবনকালকে কাজে লাগাতে হবে।

বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী। ২০২০ সালে দেশ ছাড়ার পর প্রায় সাড়ে ৪ বছর পর ২ অক্টোবর দেশে ফিরেছিলেন তিনি। তবে, মাত্র ৯ দিন দেশে থাকার পর ১১ অক্টোবর আবারও মালয়েশিয়া চলে গিয়েছিলেন জনপ্রিয় এ ইসলামি বক্তা ।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর