রাউজান উপজেলা শ্রমিকদলের আলোচনা সভায় বক্তারা
রাউজান প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা দাবী জাতিকে অবহিত করার লক্ষ্যে চট্টগ্রামের রাউজানের জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর বুধবার বিকেলে রাউজান আদালত ভবন এলাকায় অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার। এসময় তিনি নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ।
সভায় বক্তারা বলেন, সৎভাবে রাজনীতি করলে রাজনীতিবিদের কখনো পরাজিত হবে না। যারা সত্য পথে রাজনীতি করে, যারা মানুষের জন্য রাজনীতি করে তারা মানুষের অন্তরে স্থান করেন।
এতে বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের আহবায়ক মোঃ নাছিরউদ্দিন। রাউজান উপজেলা শ্রমিক দলের আহবায়ক আবদুল কাদেরর সভাপতিত্বে অতিথি ছিলেন পৌরসভা বিএনপি’র আহবায়ক আবু মোহাম্মদ। রাউজান পৌরসভার যুগ্ন আহবায়ক একরামুল হক, যুগ্ন আহবায়ক হারুন চৌধরী, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক জিএম মোরশেদ চৌধুরী, উপজেলা জাতীয়বাদী যুবদলের আহবায়ক রহিমুদ্দিন ওয়াসিম, পৌরসভা যুবদলের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন চৌধুরী, ছাত্রদলের সাবেক আহবায়ক নাঈম উদ্দিন মিনহাজ।
উপস্থিত ছিলেন নোয়াজিষপুর বিএনপি’র নেতা ফোরহান উদ্দিন শিকদার, যুবদল নেতা নয়ন মহাজন, আবদুস সাত্তার মামুন, মোহাম্মদ জাহেদ, জিয়াউদ্দিন জিয়া, শাকিল, রবি, মাহফুজ মোঃ কামাল হোসেন, রবি,আরিফ শাজাহান, আজগর, সাকিল, হানিফ, মোবিন, সাকিল, আবুল কাশেম, রবিন, আজাদ সহ আরো অনেকে।
Leave a Reply