মোবাইল কোর্টিং চলছে চন্দনাইশ উপজেলার বাজারে বাজারে
চন্দনাইশ উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চলছেই। গত কয়েকদিন ধরে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকায় ভোক্তা সাধারণের মনে স্বস্তি বাড়ছে।
সর্বশেষ ২১ অক্টোবর সোমবার দুপুরে গাছবাড়িয়া খানহাট ও কাঞ্চননগর বাদামতলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা এক মোবাইল কোর্ট পরিচালনা করেন। এতে মূল্যতালিকা না থাকায় ও অধিক দামে পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৭টি প্রতিষ্ঠান ও ব্যবসায়ীকে মোট ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয়। যা জরিমানা ঘটনাস্থলে আদায় করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ম্যাজিস্ট্রেট নিজেই।
সৈয়দ শিবলী ছাদেক কফিল: চন্দনাইশ প্রতিনিধি
Leave a Reply