নিজস্ব প্রতিবেদক
২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফলে চট্টগ্রামের সন্তান মো. সানজিদ অপূর্ব বিন সিরাজ দ্বিতীয় স্থান অর্জন করেছেন। রোববার (১৯ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।
সানজিদ সিরাজ পরীক্ষায় ৯০.৫ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তিনি চট্টগ্রাম কলেজের ২০২৪ সালের এইচএসসি ব্যাচের শিক্ষার্থী।
এবারের পরীক্ষায় সর্বোচ্চ ৯০.৭৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সুশোভন বাছাড়। তৃতীয় স্থানে রয়েছেন যশোরের অভয়নগরের শেখ তাসনিম ফেরদৌস।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন অংশ নেন। এর মধ্যে ৬০ হাজার ৯৫ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৪৫.৬২ শতাংশ। সরকারি ৩৭টি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫ হাজার ৩৮০ এবং ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ২৯৩টি।
ভর্তি প্রক্রিয়া শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি ২৩ জানুয়ারি প্রকাশিত হবে।
দেশে মোট মেডিকেল কলেজ ১১০টি। যার মধ্যে সরকারি ৩৭টি, বেসরকারি ৬৭টি। অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন। উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ৯৫ জন। ছেলেদের পাসের হার ৩৬.৮৭ শতাংশ, মেয়ের ৬৩.১৩ শতাংশ।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এবারের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং পূর্ববর্তী ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হয়েছে। সমতল উপজাতীয় কোটার প্রার্থীদের তালিকা যাচাইয়ের পর প্রকাশ করা হবে।
Leave a Reply