নুরুল আবছার চৌধুরী,চট্রগ্রাম উত্তর প্রতিবেদক >>> মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ।রাঙ্গুনিয়ার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, ধর্মীয়,সাংস্কৃতিক ও পেশাজীবি পরিষদের নেতৃবৃন্দ।একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এক মিনিট নিরবতা পালন করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।পরে উপজেলা পরিষদের উদ্যোগে হল রুমে এক আলোচলা সভা হয়।ওই সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।উপজেলা প্রাণী সম্পাদ বিভাগের কর্মকর্তা ডাক্তার শরমিন আকতার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মো: ইলিয়াছ, সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল আবছার চৌধুরী,শিক্ষা কর্মকর্তা মো: হিন্দুল বারী, ছাত্র প্রতিনিধি,স্থানীয় স্কুল ছাত্র – ছাত্রী ও অভিভাবক বৃন্দা। সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পেশাদার সংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মো. ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, বর্তমান সভাপতি আব্বাস হোসাইন আফতাব, সাংবাদিক শান্তি রঞ্জন চাকমা,জগলুল হুদা,প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন,দপ্তর সম্পাদক আরিফুল হাসনাত, সদস্য তৈয়বুল ইসলাম,আশিক এলাহী প্রমুখ।
এছাড়া সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচী পালিত হয়।একুশের প্রথম প্রহর ও সকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও স্কুল, কলেজের স্কাউট দল,ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
Leave a Reply