সরওয়ার কামাল, মহেশখালী
১১ ডিসেম্বর মহেশখালীতে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা সহায়তা কর্মসূচির আওতায় ৫ হাজার কৃষকদের মাঝে উফশী বীজ, সার এবং হাইব্রিড বীজ বিতরণ করা হয়েছে। ১১ই ডিসেম্বর সকাল ১১টায় মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহেদুল ইসলাম, সমাজসেবা অফিসার মোঃ দিদার আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ছৈয়দুল হক। সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে মহেশখালী উপজেলার প্রতিটি ইউনিয়নের কৃষি উপসহকারী কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্টানে ৪ হাজার কৃষক কে উফশী- জনপ্রতি ৫ কেজি ধান, ১০ কেজি ডিএপি ও ১০ এমওপি। ১ হাজার কৃষক কে জনপ্রতি ২ কেজি করে হাইব্রিড ধান বিতরণ করা হয়েছে।
Leave a Reply