আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মহেশখালীতে পুলিশের অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেপ্তার ৩


সরওয়ার কামাল, মহেশখালীঃ

১০ই নভেম্বর মহেশখালী থানার পুলিশের ধারাবাহিক অভিযানে গভীর রাতে থানা এলাকা থেকে জিআর মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত সহ ৩ আসামী’কে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।

মহেশখালী থানা সূত্রে জানাযায়, মহেশখালী থানার (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী(পিপিএম)এএসআই মোঃ রাসেল,সঙ্গীয় ফোর্সসহ ৯ই নভেম্বর গভীর রাতে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এই সময়-জিআর-৩৩৭/১৯ মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী বড় মহেশখালী ইউনিয়নের মগরিয়া কাটা এলাকার মৃত্যু আছদ আলীর পুত্র

জাফর আলম(৪৮)। মহেশখালী থানার মামলা নং-২১(৭)২৪ মামলার ১নং আসামী হোয়ানক ইউনিয়নের খোরশা পাড়া এলাকার মৃত্যু কবির আহমদের পুত্র মোঃ ফোরকান(৩৫) এবং
জিআর-৩০৫/২১ মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী মহেশখালী পৌরসভার ০৫ নং ওয়ার্ডের পূর্ব ঘোনা পাড়া এলাকার মৃত্যু সোনা মিয়ার পুত্র নুরুল আবছার (৪২) গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের’কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

স্থানীয় সূত্রে জানাযায়, মহেশখালী থানা পুলিশের চলমান ধারাবাহিক বিশেষ অভিযানে থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ কাইছার হামিদের নেতৃত্বে এস আই ফরাজুল ইসলাম,এস আই মহসীন চৌধুরী (পিপিএম),এস আই মুজিবুর রহমান,এসআই মহিউদ্দিন,এএস আই লিংকন সঙ্গীয় ফোর্সের নিয়মিত অভিযানে একেকজন ,দাগী সন্ত্রাসী সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার করায় অনেক চিহ্নিত অপরাধীরা গা’ঢাকা দিয়েছে। মহেশখালী থানায় সদ্য যোগদানকৃত এস আই মহসীন চৌধুরী (পিপিএম) সাজাপ্রাপ্ত,ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামীদের আতঙ্কের নাম হয়ে উঠেছে। তার ভয়ে গ্রেপ্তার এড়াতে অনেক ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি ইতিপূর্বে বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করতে দেখা যায়।

সাজাপ্রাপ্ত আসামী এলাকা ছাড়া হয়ে আত্মগোপনে চলে যায়। মহেশখালী থানার (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাসী,অস্ত্রধারী,মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযান চলমান থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর