আজ ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,চরম ক্ষয়ক্ষতির আশঙ্কা


আন্তর্জাতিক ডেক্স >>> ভারতের একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।এতে অন্তত আট শ্রমিক নিহত হয়েছেন।এ ঘটনায় পাঁচ কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।শুক্রবার (২৪ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে,শুক্রবার সকালে নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।এ ঘটনায় আট শ্রমিক নিহত হয়েছেন।এছাড়া আহত হয়েছেন আরও অন্তত সাতজন।মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় এই বিস্ফোরণ ঘটে।বিকেলে এক অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ভান্ডারায় অর্ডন্যান্স ফ্যাক্টরিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।জেলা কালেক্টর সঞ্জয় কোল্টে বলেন,সকাল সাড়ে ১০টায় কারখানার এলটিপি অংশে বিস্ফোরণ ঘটে।পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলকর্মী এবং জরুরি চিকিৎসা কর্মীদের ঘটনাস্থলে মোতায়েন রাখা হয়েছে।দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন,বিস্ফোরণে কারাখানার ছাদ ধসে পড়েছে।এতে এক ডজনের বেশি শ্রমিক আটকা পড়েন। তাদের মধ্যে প্রাথমিকভাবে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।এছাড়া একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসাবশেষ অপসারণে খননকারী যন্ত্র ব্যবহার করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে,বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে পাঁচ কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এমনকি দূর থেকে ধারণ করা ভিডিওতে কারখানার ওপর বিরাট ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে।এর আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন,শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।এছাড়া নাগপুর থেকে দ্রুতই উদ্ধারকারী দল পৌঁছাবে।জরুরি প্রয়োজনে চিকিৎসক দলও প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর