আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে আহত মুখপোড়া হনুমান


প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বৈদ্যুতিক খুঁটি বেয়ে উপরে উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে একটি মুখপোড়া হনুমান। হনুমানটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে পৌর সদরের গোমদণ্ডী ফুল মোড়ে এ ঘটনাটি ঘটে। জানা গেছে হনুমানটি বন-জঙ্গল ছেড়ে হঠাৎ লোকালয়ে চলে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে হনুমানটি বিভিন্ন ভবনের ছাদে লাফালাফি ও গাছে ওঠানামা করছিল। দুপুরের দিকে হনুমানটি একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সড়কে পড়ে যায়। প্রায় অচেতন অবস্থায় উপজেলা পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এসএম সাইদুল আলম সাঈদ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হনুমানটির আংশিক লোম পুড়েছে। তবে বড় ধরনের জখম বা দগ্ধ হয়নি। প্রাথমিকভাবে স্যালাইন দেওয়া হয়েছে। এখন শারীরিকভাবে অনেকটা সুস্থ। এ বিষয়ে বন বিভাগকে খবর দেওয়া হয়েছে। হনুমানটি পুরোপুরি সুস্থ হলে বনে ছেড়ে দেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর