আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চব্বিশ ঘন্টায় নরমাল ডেলিভারিতে ৬জন শিশুর জন্ম


প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নজির এক ঘটনা ঘটলো গত ২৪ ঘন্টায় নরমাল ডেলিভারির মাধ্যমে ৬টি নবজাতকের জন্ম হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি।

তিনি বলেন প্রান্তিক জনগনের স্বাস্থ্যসেবা উন্নীতকরণে সরকারি হাসপাতালের সেবা নিশ্চিতকরণে আমরা বদ্ধপরিকর।

সেই সাথে পাশে থেকে দিকনির্দেশনা দিয়ে সহযোগিতা প্রদানের জন্য সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী ও ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রতিটি মাকে বিনামূল্যে ১ মাসের ওষুধ দেওয়ায় হয়।
তবে সাধারণ কিছু রোগীদের অভিযোগ আছে।

বিগত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কিছু দায়িত্ব চিকিৎসক রোগীদের সেবা না দেওয়ার অভিযোগ রয়েছে। তাঁরা ও যাতে বিনামূল্যে সেবা পায় সেটা জন্য আমরা কাজকরে যাচ্ছি। আমরা প্রত্যেক মানুষে স্বাস্থ্যসেবার উপর গুরুত্ব দিয়ে যাচ্ছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর