আজ ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল মনজুরের মৃত্যুতে শোক


সৈয়দ শিবলী ছাদেক কফিল: চন্দনাইশ উপজেলার বরকল গ্রামের বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল মনজুর শুক্রবার (৪ এপ্রিল) রাত ১২টায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। শুক্রবার বাদে জুমা বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনার প্রদান ও নামাজে যানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বৎসর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

এ সময় মরহুমের কফিনে চন্দনাইশ উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদে পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা, থানার ওসি যুযুৎসু যশ চাকমা, জেলা পুলিশের এসআই বশির আহমদের নেতৃত্বে মরহুমের কফিনে জাতীয় পতাকা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আবুল ফয়েজ, সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু, জেলা বিএনপি নেতা হুমায়ুন কবির আনসার চেয়ারম্যান, বরকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবীবুর রহমান, চন্দনাইশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, সুজন কর্মকর্তা এডভোকেট আকতার কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তাঁর মৃত্যুতে বরমা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল, সহ-সভাপতি মোহাম্মদ আবু তাহের, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রাজীব আচার্য্য প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর