আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন


সরওয়ার কামাল, মহেশখালী

২১ ডিসেম্বর ‘ইসলামী শ্রমনীতি বাস্তবায়নই আমাদের লক্ষ্য’ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২১ ডিসেম্বর ২০২৪ইং সকাল ১০ টার সময় ছোট মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয়ের অডিটোরিয়ামে দক্ষিন শাখার সভাপতি মাওলানা আব্দুল হক হক্কানীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাষ্টার মকছুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্টিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার সভাপতি শামসুল আলম বাহাদুর।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা মোঃ জাকের হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহেশখালী উপজেলা শাখার উপদেষ্টা আব্দুর রহিম, সাবেক ছাত্রনেতা বিশিষ্ট শিক্ষানুরাগী ছৈয়দুল হক, সাবেক ছাত্রনেতা ইমরানুল হক, পর্যটন থানা সাধারণ সম্পাদক আলমগীর। বক্তব্য রাখেন-বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহেশখালী উপজেলা শাখার সদ্য বিদায়ী সভাপতি মাওলানা আব্দুল হক হক্কানী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহেশখালী উপজেলা শাখার সদ্য বিদায়ী সাধারন সম্পাদক মাস্টার মকছুদুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহেশখালী পৌর শাখার উপদেষ্টা কাজ্বী মোতাহের হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহেশখালী পৌর শাখার সভাপতি মোহাম্মদ তারেক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হোয়ানক ইউনিয়ন শাখার সভাপতি মুবিনুল হক খোকন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ছোট মহেশখালী ইউনিয়ন শাখার সভাপতি ডাঃ শরিয়ত উল্লাহ প্রমুখ।

দ্বি-বার্ষিক সম্মেলনে ডাঃ এস, এম, ওসমান সরওয়ারকে সভাপতি ও আলীম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট করে মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার কমিটি ঘোষনা করা হয়েছে। সভায় বক্তারা বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে কাধেঁ কাধঁ মিলিয়ে মিলেমিশে কাজ করতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর