আজ ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


৬ আগষ্ট বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন বি,আর,ডিবি হলরুমে দুই পর্বে প্রথম অধিবেশন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য শুরু হয় গান পরিবেশ করেন প্রিয়ঞ্জিত চক্রবর্ত্তী,পম্পি দত্ত,চিন্ময় চৌধুরী,জুথিকাদে,পুষ্পিতা তালুকদার, তবলায় লিটন শীল। দ্বিতীয় অধিবেশন,জাতীয় সংগীতের মধ্যে দিয়ে জেলা উপজেলার নেতৃবৃন্দরা জাতীয় পতাকার ও সংগঠনের পতাকা তুলে সম্মাননা প্রদর্শন করা হয়।

ছাত্রযুবঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, প্রভাস চক্রবর্ত্তীর গীতা পাঠ করেন।

৪নংপৌরসভার কাউন্সিল, কমিটির আহবান সুনীল চন্দ্র ঘোষের সভাপতিত্বে ,অমিত লালার সঞ্চালনায় উদ্বোধন করেন সাবেক উপজেলা সভাপতি,সাবেক প্রধান শিক্ষক বাদল চন্দ্র দাশ, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন কালাচাঁদ ঠাকুর বাড়ীর সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সাবেক জেলার সভাপতি অধ্যাপক নারায়ণ চৌধুরী,পরিষদের জেলার সহ সভাপতি, নিতাই প্রসাদ ঘোষ। আরো উপস্থিত ছিলেন আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল দে,জেলার যুগ্ন সম্পাদক বিশ্বজিৎ পালিত, সাংগঠনিক সম্পাদক কল্লোল সেন,উপজেলা সদস্য সচিব অমিত লালা,

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা কমিটির সভাপতি শ্যামল কুমার পালিত। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার দেব।

আরো বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ”র’ সাংগঠনিক সম্পাদক সাজীব বৈদ্য,সাবেক পূজা কমিটির উপজেলার সভাপতি অজিত বিশ্বাস,ছাত্রযুবঐক্য পরিষদের সভাপতি সরোজ চৌধুরী, রাজিব চক্রবর্ত্তী,সাবেক পরিষদের উপজেলার সাধারণ সম্পাদক নবজিত চৌধুরী রানা সহসভাপতি অরুপ চৌধুরী মিল্টন,সঞ্জয় দে, পার্থ সারতী চৌধুরী,লিটন ধর,সঞ্জয়দে পুলক, বাবলু ঘোষ,বিধান মহরের,রঞ্জিত সিংহ বিধান রক্ষিত,অনিক চৌধুরী বাসু,রনি চৌধুরী,উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক,সৈয়দ নজরুল ইসলাম,সাংবাদিক,লায়ন এস,বি জীবন, শাহালম চৌধুরী বাবলু, পিন্টু সরকার, রাজিব ধর,লিটন ধর,সহ সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

শোক প্রস্তাব পাঠ করেন পরিষদের উপজেলার সাংগঠনিক সম্পাদক বিষুরাম বসুশাটু। পরে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথি ও সভাপতি বক্তব্যবের পর জেলার নেতৃবৃন্দরা বসে উপজেলা সভাপতি, ও সাধারণ সম্পাদক মনোনীত করার সবার নাম জমা নেওয়া হয়। সভাপতি পদে ৮জন,সাধারণ সম্পাদক পদে ১৪ জন প্রার্থী নাম জমা নেওয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর