আজ ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বশেমুরবিপ্রবিতে দুদকের অভিযান,মিলছে নানা অনিয়ম


বশেমুরবিপ্রবি প্রতিনিধি>>> নানা অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে গোপালগঞ্জ এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রবিবার সকাল ১১টায় দুর্নীতি দমন কমিশনের গোপালগঞ্জের জেলা পরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে অনিয়মের সত্যতা মিলেছে বলে জানিয়েছে দুদক।এসময় সহকারি পরিচালক বিজন কুমার রায়, সোহরাব হোসেন সোহেল সহ দুদকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।দুদকের জেলা উপ-পরিচালক মো. মশিউর রহমান জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেটে নিম্নমানের কাগজ সরবরাহ, কোটি টাকা ব্যয়ে পানি শোধনাগার অব্যবহৃত হওয়া, কোটি টাকার আসবাবপত্র ক্রয়ে অনিয়ম, আসবাবপত্র বাইরে ফেলে রাখা, ৩২ বছর বয়সে চাকরি সহ বেশকিছু বিষয় সামনে এসেছে।এছাড়া, কর্মকর্তাদের আত্মীয়স্বজনের নামে ট্রেড লাইসেন্স নিয়ে টেন্ডার বাণিজ্য করায় নজরুল ইসলাম হিরা ও কোটি কোটি টাকার আসবাবপত্র ক্রয় সহ প্ল্যানিং সংক্রান্ত দুর্নীতির দায়ে তুহিন মাহমুদ সহ বেশ কিছু কর্মকর্তার নাম সামনে এসেছে। এসব ফাইল ও কাগজপত্র যাচাই বাছাই করে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিবেদন দাখিল করা হবে।দু একটি বিষয়ে আমরা মামলারও প্রস্তবনা করবো।পরে উর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে সিদ্ধান্ত দিবে সেভাবে মামলা দায়েরসহ বাকী কায্যক্রম পরিচালনা করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর