আজ ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বর্ণাঢ্য আয়োজনে গাছবাড়ীয়া সরকারি কলেজে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব মেলা শুরু


চন্দনাইশ প্রতিনিধি: দেশব্যাপী চলমান তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া সরকারি কলেজে শুরু হয়েছে দুই দিনব্যাপী জমজমাট তারুণ্য মেলা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর সহযোগিতায় তারুণ্যের উৎসব ২০২৫ এর আলোকে উদ্যোক্তা ও উদ্ভাবন মেলা কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে গাছবাড়ীয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রনজিৎ কুমার দত্ত।

বিশেষ অতিথি ছিলেন গাছবাড়ীয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়া। তারুণ্যের উৎসবের আহবায়ক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান ছরওয়ারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক সাইফুদ্দিন, ইলিয়াস মিয়া, সহযোগী অধ্যাপক সাইফুল্লাহিল হোসাইন চৌধুরী, ড. সৌমেন বড়ুয়া, ড. মাসুমা বেগম, সাফিয়া বিনতে শফি, প্রভাষক উজ্জ্বল বড়ুয়া, প্রভাষক মোঃ সোহেল, প্রভাষক জান্নাতুল নাঈম, প্রভাষক বাহা উদ্দিনসহ কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরাও এই উৎসবে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর রনজিৎ কুমার দত্ত বলেন, তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, পিঠা উৎসব আমাদের শেকড়ের সঙ্গে সম্পর্কিত। আমাদের লক্ষ্য তরুণ প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা। তারুণ্যের পিঠা উৎসব এই প্রচেষ্টারই একটি উদাহরণ। এরকম আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি করবে।

দুই দিনব্যাপী এ মেলায় গাছবাড়ীয়া সরকারি কলেজের উৎসবে ২৬টি স্টলে দেশের ঐতিহ্যবাহী ৫০ প্রকারের বেশি পিঠার প্রদর্শনী ও বিক্রির আয়োজন করা হয়। এতে বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী পিঠাপুলির স্বাদ এবং ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে ফুটে উঠে।

মেলায় কলেজ শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প, স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম স্থান পেয়েছে। উৎসবমুখর এ আয়োজন তরুণদের পাশাপাশি চন্দনাইশের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টলে দর্শনার্থীদের ভিড় লক্ষ করা যাচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর