আজ ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বরকল স্কুলের সভাপতি হলেন বখতেয়ার হোসেন মুরাদ


সৈয়দ শিবলী ছাদেক কফিল: মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী প্রতিষ্ঠিত চন্দনাইশের বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ে নতুন এডহক কমিটি গঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড- চট্টগ্রাম গত ২১ এপ্রিল এ কমিটি অনুমোদন দেয়। এতে সভাপতি হন গত তিনবারের দাতা সদস্য আলহাজ্ব মোহাম্মদ বখতেয়ার হোসেন মুরাদ এবং অভিভাবক সদস্য মনোনীত হন আমিনুল হক রাশেদ।

২১ এপ্রিল ২০২৫, সোমবার শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. প্রফেসর বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানা যায়। চার সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন সদস্য সচিব পদে (পদাধিকার বলে) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (মো. ফরহাদ হোসেন) ও শিক্ষক সদস্য নুরুল আমিন।

আলহাজ্ব বখতেয়ার হোসেন মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি, রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী সমিতি, চন্দনাইশ সমিতি- চট্টগ্রাম, প্রাক্তন ছাত্র পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও কার্যক্রমের সাথে জড়িত রয়েছেন। তিনি সকলের দোয়া কামনা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর