মো. নুরুল আলম, চন্দনাইশঃ
চট্টগ্রামের চন্দনাইশে অবৈধভাবে পাচারের সময় সেগুন গোলকাঠ বোঝাই পিকআপ জব্দ করেছে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের দোহাজারী রেঞ্জের সাঙ্গু বন বিট। গত ৩রা নভেম্বর সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের দোহাজারী রেঞ্জের সাঙ্গু বন বিটের আওতাধীন গোলার পাহাড় তিন রাস্তার মোড় এলাকায় সাঙ্গু বন বিট অফিসার সুদত্ত চাকমার নেতৃত্বে ও বন বিট অফিসের স্টাফগণের সহযোগিতায় অবৈধভাবে পরিবহনকালে ১টি পিকআপ ও পিকআপে থাকা ১৫ টুকরা ৩৩.৫৮ ঘনফুট সেগুন গোলকাঠ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। এসময় পাচারকালে ব্যবহৃত পিকআপ গাড়ীটি জব্দ করা হয়েছে।
দোহাজারী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, গত রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী রেঞ্জের সাঙ্গু বন বিটের আওতাধীন গোলার পাহাড় তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে পরিবহনকালে ১টি পিকআপ ও পিকআপে থাকা ১৫ টুকরা ৩৩.৫৮ ঘনফুট সেগুন গোলকাঠ জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। গাড়ীর চালক দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে ধৃত করা সম্ভব হয়নি। জব্দকৃত পিকআপ দোহাজারী রেঞ্জ হেফাজতে রাখা হয় এবং এ ব্যাপারে মামলা দায়েরের কাজ চলমান রয়েছে।
Leave a Reply