আজ ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই


চাটগাঁর সংবাদ ডেস্ক:  চট্টগ্রাম ফটিকছড়ি ভূজপুরের কাজিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার ভূজপুর ইউপির কাজিরহাট বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রঞ্জিতের মিষ্টির দোকান, আবু সওদাগরের চাউলের দোকান, তসলিমের কুকারিজ দোকান, আলমগীরের গাছের দোকান, তসলিমের বেডিং দোকান, আনসারের হোটেল ও চা দোকান, আব্বাসের ওয়ার্কশপের দোকান, আব্বাসের পান দোকান, তাহেরের স্টিলের দোকান, সেলিমের বিসমিল্লাহ হোটেল ও নুরুল ইসলামের ওয়ার্কশপের দোকান পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় মুমিন, আজিজসহ অন্যান্যদের সাথে কথা বলে জানা যায়- ভোরে হঠাৎ চিৎকার শুনে এসে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। এভাবে জ্বলতে জ্বলতে ৪ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ততোক্ষণে ১২-১৫ টি দোকান পুড়ে শেষ।

এব্যাপারে সাবেক ভূজপুরের শফি চেয়ারম্যান জানান- ১৫ টির মত দোকান পুরোপুরি পুড়েছে এছাড়াও ২০টির অধিক দোকান আংশিক পুড়ে গেছে। কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়ীদের সহযোগিতা না করলে তাদের পথে বসা ছাড়া উপায় নেই। আমি বিষয়টি ইউএনও মহোদয়কে জানিয়েছি।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর