আজ ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পূর্ব ষোলশহর ৬নং ওয়ার্ড যুবদল-ছাত্রদলের সন্ত্রাস বিরোধী মিছিল


নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর যুবদল নেতা হুমায়ুন রশিদের নির্দেশনায় চান্দগাঁও থানার অন্তর্গত পূর্ব ষোলশহর ৬নং ওয়ার্ডের আওতাধীন এলাকায় মাদক- সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ১০ জানুয়ারি (শুক্রবার) বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাহাত্তারপুল এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম ইমন, চান্দগাঁও থানা যুবদল নেতা মোহাম্মদ ফোরকান, পূর্ব ষোলশহর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি প্রার্থী আমিনুল অভি, সুমন,ফয়সাল, রুহিত, নয়ন, রিপন, ১৭নং ওয়ার্ড ছাত্রদল নেতা আমজাদ রনি, রিফাত, আমিন, ফয়সাল, আরিফ, আনোয়ার রিপন, রাব্বি রনি আলাউদ্দিন, সাব্বির, রুবেল, সম্রাট, সাইদুল, ফারদিন, মোবারক, রাতুলসহ অন্যন্যারা।

বক্তব্য চান্দগাঁও থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম ইমন বলেন, আগামীর পূর্ব ষোলশহরকে নগরীর আদর্শিক ওয়ার্ডে রুপান্তর করতে মহানগর যুবনেতা হুমায়ুন রশিদের নির্দেশনায় নিয়মিত ওয়ার্ডব্যাপী কর্মসূচি চলমান থাকবে। পাশাপাশি ওয়ার্ডে সন্ত্রাস ও মাদক সম্পূর্ণ রুপে নির্মূল করতে বদ্ধপরিকর বলেও জানান বক্তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর