আজ ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় সন্তানকে হারিয়ে পিতার আহাজারি


ফারুকুর রহমান বিনজু, পটিয়া

পটিয়ায় মোটর সাইকেল সড়ক দুর্ঘটনায় আদরের দুলাল প্রিয় সন্তান তাহমিদকে হারিয়ে শোকে বাকরুদ্ধ পিতা নেজাম উদ্দিন সহ জিরি ইউনিয়নের (২নং) বি এন পি নেতা এনামের পাশ্ববর্তী হাজীপাড়া বাসী।ঘটনাটি ঘটে গত ১০ জানুয়ারী শুক্রবার বিকাল ৫টায় পটিয়া -কর্ণফুলী উপজেলার আনোয়ারা সড়কের চেয়ারম্যান ঘাটা এলাকায়। সৌদি প্রবাসী নেজাম উদ্দিন তার ২ ছেলে। গত সাপ্তাহে ছেলেদের জাক জমকভাবে খতনানুস্টান করেন। অবশেষে আদরের দুলালদের আবদার মেটাতে গিয়ে বড় ছেলে নাফিজ উদ্দিন তাহমিদ(১২)ও নাহিদুল ইসলাম তাসকিনকে নিয়ে মোটরসাইকেলে বেড়াতে বের হন পারকীচড়ে। ফেরার পথে চেয়ারম্যান ঘাটায় আসলে পিছন থেকে একটি ট্রাক তাদের মোটর সাইকেলকে ধাক্কা দিলে তাহমিদ ছিটকে ট্রাকের চাকায় পড়ে ঘটনাস্হলে নিহত হন।

নাজিমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও তাসকিন গুরতর আহত হয়ে চমেক হাসপাতালে ভর্তী হন। এলাকার শিক্ষার্থী মাহাবুবুর রহমান সাজু জানান,৭বছর আগে তাহমিদের বোন নাফিছা(৪)পুকুরের পানিতে ডুবে মারা যায়। সেই শোক কেটে না উটতেই আরেকটি শোকের সম্মুখীন জিরির কৈয়গ্রাম বাসী।কর্ণফুলী থানার এস আই আবদুল গফুর জানান সড়ক দূর্ঘটনায় এক কিশোর নিহত হন,ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে। বি এন পি নেতা এনাম শোকাহত পরিবারকে দেখতে যান


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর