আজ ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়া ভাটিখাইন মাদরাসা সভা-শিক্ষার্থীদের শিক্ষাউপকরণ ও বিপর্যস্তদের মাঝে ছাগল বিতরণ


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

পটিয়া উপজেলার ভাটিখাইন মির্জা আলী- লেদু শাহ (রহ) দাখিল মাদরাসায় ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বার্ষিক সভা, ওরশ মাহফিল এবং ভাটিখাইন উন্নয়ন ফোরামের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ ও বিপর্যস্তদের ছাগল বিতরণ করা হয়।

সাম্প্রতিককালে পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নে গরু চুরি বেড়ে গেছে। গরু চুরির শিকার প্রান্তিক কৃষক পরিবারের পাশে দাঁড়ালেন স্থানীয় সমাজসেবী সংগঠনগুলো। ১৪ নম্বর ভাটিখাইন ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯ জন ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারকে ছাগল উপহার দেওয়া হয়। এই মহতি উদ্যোগ বাস্তবায়িত হয় হযরত মির্জা আলী- লেদু শাহ (লদু)’র বার্ষিক ওরশের অনুষ্ঠানে। এতে গরু চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবারের কষ্ট কিছুটা লাঘব করতে এবং তাদের পুনরায় স্বাবলম্বী হতে সাহায্য করতে এই উদ্যোগ নেওয়া হয়।

ভাটিখাইন হযরত মির্জা আলী- লেদু শাহ (র:) দাখিল মাদরাসার সভা ও মাহফিলে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানমালাটি পরিকল্পনা ও সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সংগঠক ও সমাজকর্মী আশিকুল মোস্তাফা তাইফু, প্রধান অতিথি ছিলেন হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আবুল বশর। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মো. দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী মো. খায়রুল বশর, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোহাম্মদ মোজাম্মেল হোসেন, প্রাক্তন ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুল আলম, বিশিষ্ট রাজনীতিবদ মো: ইউনুছ, বিশিষ্ট ব্যবসায়ী নাজিম উদ্দিন, এডভোকেট বুরহান উদ্দিন। সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা আব্দুল মাবুদ। আরো বক্তব্য রাখেন ভাটিখাইন উন্নয়ন ফোরামের প্রতিনিধি সাংবাদিক এ এইচ এম কাউসার, আমিনুল ইসলাম আমিন ও মো. নাছির, মেম্বার আবু তালেব প্রমুখ।

এ সময় গরু চুরি হওয়া প্রান্তিক কৃষক সুজিত বড়ুয়া, জসিম উদ্দিন, নুরু ড্রাইভার, মো. আবদুল জলিল (টাইগার), খোকনের বউ(বিধবা) , আলমগীর আলম, স্বপন সরকার, মো. ফুরকান, নিতীশ বড়ুয়াসহ প্রমুখসহ ৯ জনকে প্রথম ধাপে ছাগল প্রদান করেন। যা পরবর্তী ধাপেও স্বাবলম্বী প্রজেক্ট এর আওতায় অব্যাহত থাকবে বলে উক্ত পরিকল্পনা বাস্তবায়নের অন্যতম কর্ণধার আশিকুল মোস্তাফা তাইফু আশা ব্যক্ত করেন। উল্লেখ্য যে, উক্ত সভায় প্রতিবছর ধারাবাহিক বিভিন্ন সামাজিক কল্যাণমূলক ব্যতিক্রমী আয়োজন হয়ে থাকে এক্সা আগামীতে আরো ব্যাপকতা লাভ করবে বলেন উদ্যোক্তা আয়োজকেরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর