আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নুর আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ


রিপোর্ট আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী নুর আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ উদযাপন উদযাপন হয়েছে।বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে বিদ্যালয়ের মাঠে সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।স্কুলের সহকারী শিক্ষক অপু দত্তের সঞ্চালনায়,বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীনের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনা ইউনিয়ন জামায়াতে ইসলামের আমীর মাওলানা আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম উদ্দিন,স্কুল উন্নয়ন কমিটির উপদেষ্টা ও কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক যায়েদ হোসাইন,শেখ আহমদ।আবুল কালাম।এরশাদুর রহমান,স্কুলের অভিভাবক সদস্য মাহাবুবুল আলম চৌধুরী, নাসির উদ্দিন,প্রমূক।এ সময় বক্তারা বলেন,এরকম একটি ভাল পরিবেশে শিক্ষার্থীরা অনায়াসে পড়ালেখা করার সুযোগ পাচ্ছে সেটার জন্য আমি গর্বিত যদিও এরকম পরিবেশ আমাদের আমলে ছিল না।শিক্ষায় দেশ আজ এগিয়ে যাচ্ছে।আমাদের সবার এ ধারাকে অক্ষুণ্ণ রাখতে হবে।তরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা ভাল করে লেখাপড়া করবে। লেখাপড়ায় কোন সমস্যা থাকলে শিক্ষকদের বলবে।যা পড়বে বুঝেশুনে পড়বে।সর্বোপরি পড়ালেখার মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার তাগিদ দেন বক্তারা।অনুষ্ঠান শেষে একাডেমিক ও বিভিন্ন শাখায় ক্রীড়া বিজয়ীদের মাঝে সর্বমোট ৯৮ জন শিক্ষার্থীদের মাঝে অতিথিগণ পুরস্কার বিতরণ করেন।পরে শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।উল্লেখ্য,মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে যাওয়া সর্বমোট ১৮১ জন এসএসসি পরীক্ষার্থীকে আনুষ্ঠানিক ভাবে বিদায় ও তাদেরকে শুভকামনায় মোনাজাত করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর