দেশের পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলথিন বিক্রি ও ব্যবহার বন্ধে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার (৫ নভেম্বর) উপজেলার কেরানীহাট বাজার ও সিটি সেন্টার মার্কেটে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো: ফয়সাল এর নেতৃত্বে মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম।
অভিযানে ৮টি মামলায় ১৪ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এ সময় ৯৯ কেজি পলিথিন জব্দ করে প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে ও মূল্য তালিকা না থাকার বিষয়ে ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়। তিনি আরও বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এসময় সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া
Leave a Reply