ইমরান আহমদ : শুভ উদ্বোধন হয়ে গেলো বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের পশ্চিম নাটমুড়ার জনগণের অর্থায়নে নির্মাণ করা ২০০ ফুট রাস্তা। এটি যেন এক অবিশ্বাস্য গল্প কিন্তু অবিশ্বাস্য হলেও এটি সত্যতায় রূপ দিয়েছেন পশ্চিম নাটমুড়ার জনগণ। এটি ছিল না শুধু একটি রাস্তা নির্মাণের কাজ, বরং এটি হলো পশ্চিম নাটমুড়ার যুবকদের অগ্নিশর্মা সাহস এবং একত্রিত প্রচেষ্টার চূড়ান্ত জয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চমকপ্রদ এই বাস্তবতার রূপকার আহসান উল্লাহ, মাহবুব উদ্দিন, ফারুক আহমেদ, মিজান আহমেদ, জাহেদুল্লাহ, মোহাম্মদ শাহেদ, রাশেদুল হক,হাফেজ এমরান উল্লাহ, তৌহিদুল হক, শফিকুল ইসলাম, ফরহাদ, ওহিদুল্লাহ সহ এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ব্যাক্তিগত ভালোবাসার জায়গা থেকে উপস্হিত ছিলেন অত্র ওয়ার্ডের জনগনের বন্ধু মনির উদ্দিন ময়ূর। হাসিমুখে কেক কেটে, করতালি দিয়ে উদ্বোধন করেন এলাকার জনসাধারণ আর শুরু হলো নতুন পথের যাত্রা— এটা যেন পশ্চিম নাটমুড়ার স্বপ্নবাজ যুবকদের ইতিহাসের একটি গর্বময় অধ্যায়।
এলাকাবাসী জানান, এটি ছিল না শুধুমাত্র রাস্তা উদ্বোধন, এটা ছিল পশ্চিম নাটমুড়ার জনগণের এক চূড়ান্ত উত্তরণ, যেখানে প্রতিটি ইট, প্রতিটি পাথর ছিল একটাই বার্তা, এটা আমাদের কাজ, আমাদের কৃতিত্ব।
যতদিন পর্যন্ত জনপ্রতিনিধিরা বক্তৃতা দিতে, মঞ্চে দাঁড়িয়ে ছবি তোলার বাইরে কিছুই করেনি, ততদিন পশ্চিম নাটমুড়ার যুবকরা তাদের নিজেদের ঘাম, শ্রম আর ইচ্ছাশক্তি দিয়ে রাস্তা নির্মাণ করে দেখিয়ে দিলো —
এই রাস্তা শুধু একটি সড়ক নয়, এটা পশ্চিম নাটমুড়ার জনগণের হুঁশিয়ারি, তাদের চ্যালেঞ্জ — যারা কখনোই তাদের কণ্ঠস্বর শুনতে দেননি!
Leave a Reply