আজ ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নানান আয়োজনের মধ্য দিয়ে সাতকানিয়া উপজেলা প্রশাসনের মহান বিজয় দিবস উদযাপন


আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম  >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রশাসন নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। ১৬ ডিসেম্বর (সোমবার) ভোরে সাতকানিয়া মডেল হাই স্কুলের মাঠে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন,উপজেলা পরিষদে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তাবক দিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস।এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ফারিস্তা করিম।জামায়াতে ইসলামের চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্ম পরিষদ সদস্য ওয়াজেদ আলী,বিএনপি নেতা নবাব মিয়া।বির মুক্তি যুদ্ধা বীর রতন বিন্দা গুপ্তা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার আনোয়ার হোসেন উপজেলা সিএ মিজানুর রহমান,সহকারী প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আমির।প্রশাসনিক কর্মকর্তা আবুল খায়ের সহ মুক্তিযোদ্ধা পরিবারের সকল সদস্য-সহ উপজেলা প্রশাসনিক সকল দপ্তরের কর্মকর্তাগণ।শ্রদ্ধা নিবেদন শেষে বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারিস্তা কারিম সহ-সংলিস্ট ব্যক্তিবর্গ । আলোচনা শেষে বিজয় দিবস উপলক্ষে অনুষ্টিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয় , এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ আলাদাভাবে শহিদ মিনারে পুস্পস্তাবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।বিকালে উপজেলা মডেল হাই স্কুল মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয় , এতে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর