আজ ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে মালিকানাধীন বাগানের দুইলাখ টাকা মুল্যের ৪শ গাছ চুরি:মামলা দায়ের


ভ্রাম্যমাণ প্রতিবেদক >>> বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রুতে ব্যক্তি মালিকানাধীন বাগানের অন্তত দুই লাখ টাকা মুল্যের প্রায় ৪শ’টি আকাশমনি(চিকন পাতা) গাছ কেটে নিয়ে গেছে চিহ্নিত চোরের দল। এসব চোর এলাকায় ভুমি দখল দস্যু হিসেবেও পরিচিত।এ সংক্রান্তে চোর সদস্যদের বিরুদ্ধে বাগান মালিক বান্দরবানের বিজ্ঞ চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (আমলী নাইক্ষ্যংছড়ি) মামলা দায়ের করেছে।দায়ের করা মামলার এজাহার ও বাগান এবং গাছের মালিক সুত্রে জানা গেছে, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত বাহাদুল্লাহ’র ছেলে আবদূর রহমান’র মালিকানাধীন ১৯৮১ সালে বন্দোবস্তি প্রাপ্ত আর/৭৯ হোল্ডিংয়ের ৫ একর ৩য় শ্রেণির জমিতে ভোগ দখল আমল, সংরক্ষণ করে উক্ত জমিতে বাগান সৃজন করে জীবিকা নির্বাহ করে আসছেন।গত ১৭/০২/২০২৫ ইং তারিখ দিনের ২ টায় খবর পান তাহার বাগান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে এলাকার চিহ্নিত চোরের দল।তাৎক্ষনিক আবদূর রহমান পরিবারের এবং স্থানীয় লোকজন নিয়ে বাগানে গিয়ে দেখতে পান একই এলাকার শফি আলমের ছেলে মনির(৬০),মৃত গফুর মিয়ার ছেলে ভুলু মিয়া প্রকাশ ভুলু ড্রাইভার (৪০),আবদুল জব্বারের ছেলে আবুল কালাম(৩৫) ও আবু তালেব এবং মৃত বাহাদুল্লাহ’র ছেলে আবদুল জব্বার(৭০) এর নেতৃত্বে অজ্ঞাত নামা আরো কয়েকজন চোর গাছ কেটে গাড়ী যোগে নিয়ে যাচ্ছে।আবদূর রহমান বাধা দিলে চোরের দল ধারালো অস্ত্রসজ্জিত হয়ে তাকে প্রাননাশের হুমকি দিয়ে উক্ত গাছ গুলো নিয়ে যায়।চিহ্নিত চোরের দল কর্তৃক কেটে নেওয়া ৪ শত আকাশমনি(চিকন পাতা) গাছের বাজার মুল্য অনুমান ২ লাখ টাকা।এ বিষয়ে স্থানীয় ভাবে প্রতিকার চেয়ে ব্যর্থ হন বাগান ও গাছের মালিক আবদূর রহমান।নিরুপায় হয়ে বিলম্বে বান্দরবান কোর্টে উল্লেখিত চোরদের আসামী করে মামলা দায়ের করেছেন।বাগান ও গাছের মালিক আবদূর রহমান অভিযোগ করে বলেন,বর্ণিত জমিতে ১৯৭৯/৮০ সাল থেকে চাষাবাদ ও বনায়ন সৃজন করে আসছি।উক্ত জায়গা জবর দখলে নিতে বিগত ২০১৯ সালের ১৭ জুলাই আবদুল জব্বারের নেতৃত্বে একদল সংঘবদ্ধ লোক লাঠিসোঁটা নিয়ে আমার উপর হামলা করেছিল।সে ঘটনায় নাইক্ষ‌্যংছড়ি থানায় আব্দুল জব্বারসহ ৭ জন’কে আসামী করে মামলা দায়ের করেছিলাম। উক্ত মামলা এখনো চলমান আছে।চিহ্নিত চোরের দলের সাথে কিছু গাছখেকো প্রভাবশালী লোক জড়িত।যারা,চোরাই গাছ কিনেন।তাদের আস্কারায় চোরের দল গাছে কেটে নিয়ে গেছে।অবশিষ্ট গাছ রক্ষা করা নিয়ে চরম শংকায় রয়েছি।ফের গাছ কেটে নিয়ে গেলে বাধা দিতে গেলে আমাদের জানে মেরে ফেলবে বলে আশংকা করছি।প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন আবদূর রহমান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর